প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০১:১৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিবহণ শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালত এ আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে পাবলিক প্রসিকিউটর আইনজীবী আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘পরিবহণ শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, আমরা আশা করছি তাকে রিমান্ডে নেয়া পর অচিরেই আরো অন্যান্য তথ্য ও মূল রহস্য উদঘাটন হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত সব কিছু বের হয়ে আসবে।
এর আগে গত বছরের ২৪ আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানা এ মামলা দায়ের করেন। কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে কাঁচপুর বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাষ্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শটগান, পিস্তল ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।
এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত তিনশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।