• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১২:১৫ পিএম

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিনজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, তারা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ