• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জয়পুরহাটে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:৫২ পিএম

জয়পুরহাটে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবা, একটি প্রাইভেট কার (যার নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) সহ আটক করা হয়। এসময় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যার সাড়ে সাতটার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও আক্কেলপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সোনামুখী বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত নয়টায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি, ওসি) মো.আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- মোঃ রুবেল, পিতা- মৃত আব্দুস সাত্তার, গ্রাম-কুমিল্লা চকবাজার, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা ২। মোছা:নাজমা(৪০) পিতা- সোলেমান প্রামানিক, সাং- সাকিদার পাড়া, থানা: জয়পুরহাট সদর, জেলা: জয়পুরহাট ৩। মোছা:নাসরিন(২৫), পিতা- মোঃ সুলতান, গ্রাম-সাইকোট, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা।

ডিবি ওসি জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব স্যারের দিক নির্দেশনায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  মাদক বিরোধী অভিযান চালিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের সোনামুখী বড় মসজিদ এলাকার পাকা রাস্তার উপর হতে ডিবি ও আক্কেলপুর থানা পুলিশের  যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবা, একটি প্রাইভেট কার (যার নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩)। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে  বিরুদ্ধে  আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ