• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি বাধার মুখে কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:৪৮ পিএম

সাতক্ষীরার কলারোয়া  সীমান্তে বিজিবি বাধার মুখে কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া  সীমান্তে বিজিবি বাধার মুখে কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ সদস্যরা। কলারোয়া  সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সরুপ নগর থানার ভিতরে বিথারি এলাকায় এই ঘটনা ঘটে।

পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যেও পতাকা বৈঠাক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে  বিএসএফ সদস্যরা কাটা তার নির্মাণের কাজ অস্বীকার করে। সীমান্তের একটি দায়িত্বশীল সূত্র বলছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তের বিপরীতে দেড়শ গজের  মধ্যেও সীমান্ত আইন লংঘন করে বিএসএফ সদস্যরা৷ কাটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে পড়লে প্রতিবাদ জানাই এবং কাঁটাতার নির্মাণের কাজে বাধা দেয়। যা নিয়ে কমান্ডার পর্যায়ে দেশের মধ্য অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফের  এর পক্ষ থেকে কাতারের কাটা তারের বেড়া নির্মাণের কথা অস্বীকার করেন। 
৩৩ বিজিবির কোম্পানি কমান্ডার জানান, বিএসএফ হঠাৎ করে গোপনে কাঁটাতারের বেড়া দুয়ার চেষ্টা করে। সীমান্তে টহল তো বিজিবি সদস্যদের নজর পড়লে কাজে বাধা দেয়। বিজিবি বাঁধার মুখে কাজ ফেলে বিএসএফ সদস্য ত্যাগ করে। পরে বিজিবি বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হয়। তবে পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজের কথা অস্বীকার করা হয়েছে।

আর্কাইভ