• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নিখোঁজের দুইদিন পর সাবেক নারী ইউপি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৪০ পিএম

নিখোঁজের দুইদিন পর সাবেক নারী ইউপি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর সাবেক এক নারী ইউপি সদস্যের ভাসমান মরদেহ করা হয়েছে ।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয়রা ওই নিহতের বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত সাবেক ইউপি সদস্য আফরোজা খানম ফোরকোন (৬০), তিনি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের মৃত আ: ওয়াহেদ খানের কন্যা ও সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য।

নিহত আফরোজা খানমের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান জানান, আমার ফুফু আফরোজা খানম ফোকরন গত শনিবার (১ ফেব্রুয়ারী) থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তার কোন সন্ধান করতে পারেনি।পরে বিষয়টি গত রোববার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। আজকে বসতবাড়ীর পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, কয়েকমাস আগে নিহত আমার ফুফুর একমাত্র কনা ছন্দা আক্তার আকস্মিক ভাবে মারা যায়। এরপর থেকেই ফুফু মানুষিক বিকারগ্রস্ত ছিলেন বলেও তিনি আরও জানান।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 

আর্কাইভ