• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাঘাইছড়িতে অদৃশ্য শক্তিতে জ্বলছে ইটভাটা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:১০ পিএম

বাঘাইছড়িতে অদৃশ্য শক্তিতে জ্বলছে ইটভাটা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে অদৃশ্য শক্তিতে জ্বলছে ইটভাটা গুলো।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোটের মাধ্যমে কয়েকবার জরিমানা আদায় সহ ভাটা গুলো বন্ধের নোটিশ দিলেও এসব ভাটা বন্ধ হয়নি এখনো। এসব ইটভাটা উপজেলা সদরের মধ্যে থাকলেও বন্ধ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর গুলো । অদৃশ্য  শক্তিতে বন্ধ হচ্ছে না এসব ভাটা। যার খেসারত দিতে হচ্ছে, পাহাড়, ফসলি জমি, পাহাড়ি বনের গাছ গুলোকে।  

ইটভাটা গুলো  আবাসিক এলাকায় হওয়া ভাটায় কাঠ পোড়ানো কালো ধোঁয়ায় শিশু থেকে বৃদ্ধের মাঝে  ছড়াচ্ছে নানা রোগে।আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো সহ  কোনো কিছুর তোয়াক্কা করছে না এসব  ইটভাটার মালিকরা। প্রশ্ন থেকে যায় কোন অদৃশ্য শক্তিতে জ্বলছে এসব ইটভাটা? তবে কি এসব অবৈধ ভাটা বন্ধে ব্যর্থ সংশ্লিষ্ট দপ্তর গুলো?  যেখানে ইটভাটা তৈরি থেকে শুরু করে ইট প্রস্তুত করার সম্পূর্ণ রাষ্ট্রীয় নীতিমালা আছে সেখানে এসব ইটভাটায় নিয়মনীতির ছিটেফোঁটা মিলছে না। বনের কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট।  মাটির যোগান দিচ্ছে পাহাড় আর ফসিল জমি। ভাটা স্থাপন করা হয়েছে উপজেলার অভ্যন্তরে।  যেখানে রয়েছে জনবসতি আবাসিক এলাকা।  তাহলে কোন আইনে চলছে এসব ইটভাটা?

ইটভাটার পরিচালনার বিষয়ে কথা হয় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে। তিনি জানান আগেও ইটভাটা গুলোতে জরিমানা সহ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।   ইটভাটা গুলো চালু করতে  কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি।  যদি ইটভাটা গুলো চালু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ও কথা বলেন তিনি।

ইটভাটা পরিচালনার বিষয়ে মুঠোফোনে কথা হয় মালিক পক্ষের একজন কাজি নজরুল ইসলামের সাথে।  তারা বলছেন, সরকারের উন্নয়ন মূলক কাজের জন্য এসব ইটভাটা চালু রাখছেন তারা। সাথে  সকলকেই ম্যানেজ করে চলছে ইটভাটা গুলো।  প্রতিবেদক কেও ম্যানেজ করার কথা বলেন তারা।

এসব অবৈধ ইটভাটা গুলো দীর্ঘদিন ধরে চলছে।  ইটভাটা গুলো সংশ্লিষ্ট কোনো দপ্তর বন্ধ করতে পারেনি।  মাঝে মাঝে উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোট পরিচালনা করে জরিমানা আদায় করলেও বন্ধ হয়নি এসব ইটভাটা।  এসব অবৈধ ইটভাটা বন্ধের দাবি সচেতন মহল।

আর্কাইভ