প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:০৬ পিএম
ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছিল মহাসড়কে। এরই মধ্যে জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে এক ট্রাকের চালক এনামুল হক (৩৫) নিহত হয়েছেন।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পৌর এলাকার ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অপর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
নিহত এনামুল হক জয়পুরহাট শহরের আল-হেরা একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়কে সব যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কালাই উপজেলার পৌরশহর এলাকার ঠুশিগাড়ী ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্টবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষের পর বালুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান, তবে সিমেন্টবোঝাই ট্রাকের চালক স্টিয়ারিংয়ে আটকে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি জাহিদ হাসান জানান, নিহত চালকের পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পালিয়ে যাওয়া ট্রাকচালক ও তার সহকারীকে আইনের আওতায় আনা হবে।