প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:৩০ পিএম
সাতক্ষীরা দেবহাটায় আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার সন্ধ্যায় পারুলিয়া বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলম ফারুক বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু,উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য রেজাউল করিম,পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
উপস্থিতি ছিলেন,দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ,সাবেক সহ-সভাপতি হামিদুল হক শামিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক,আছাদুল হক সহ সভাপতি সরোয়ার হোসেন,সাবেক সভাপতি মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক সাঈদ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান,উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদ,সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম সহ ৫ ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তরা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ, এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না।
বক্তরা আরো বলেন, দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ, এসব ত্যাগিদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।