প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:২৭ পিএম
বাংলাদেশী ২ বনদস্যুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে। শনিবার দিবাগত রাতে পশ্চিম সুন্দরবন লতা বেকি নামক খাল থেকে জেলেদের অপহরণ করে ভারতের সুন্দরবন জঙ্গলে প্রবেশকালে তাদের গ্রেফতার করে।
এসময় বিএসএফ’র ধাওয়া খেয়ে মিকাইল মোল্যা ও সবুজ গাতিদার নামের দুই জনকে গ্রেফতার হয়। সাথে থাকা বাকি সদস্যরা জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যায়।
সুন্দরবনের গাজী বাহিনীর প্রধান মিকাইল শ্যামনগর উপজেলার গোলাখালী গ্রামের ছিয়ামুুউদ্দিনের পুত্র এবং সবুজ গাতিদার কালিগঞ্জ উপজেলা ভাঙ্গানমারি এলাকার নবাব আলী গাতিদারের ছেলে।
তবে তাদের মধ্যে মিকাইল দেবহাটার সখিপুর ইউনিয়নের সাবেক মেম্বর আকবর আলীর ভাই হত্যা মামলার যাবত জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। সুত্র জানায় মিকাইল ও সবুজ দুইজন ভারতে দীর্ঘদিন পালাতক ছিল।