• ঢাকা রবিবার
    ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:২৫ পিএম

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরে ধাক্কা খেয়ে মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল চালকের ‍মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পৌরএলাকার খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রইচপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে, শরিফুল ব্যক্তিগত প্রয়োজনে এক প্রতিবেশীর বন্ধুর মোটরসাইকেল নিয়ে, তিন বন্ধু সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসা পাশে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটাগাছা পুলিশ ফাঁড়ি উপ-পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান বলেন, ঘটনাস্থলে ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ