প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:৫৬ পিএম
নীলফামারীর জলঢাকায় র্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিল, ১ লক্ষ ৯৪ হাজার ৭০০ নগদ টাকাসহ ৪টি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১৩ সিপিসি-২।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের নুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৩২), রংপুর সদরের জলছত্র গ্রামের সুভাস চন্দ্র বর্মণের ছেলে সঞ্জয় রায় (২৭) ও লালমনির হাট জেলার হাতিবান্দা উপজেলার সিংগীমারী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিটন মিয়া (২৮)।
র্যাব-১৩ সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে মাদক ও টাকা লেনদেন করার সময় হাতেনাতে আটক করে তাদের জলঢাকা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব কর্তৃক আটক তিন (আসামি) মাদক চোরা কারবারীকে আটক করা হয়। শনিবার (১ ফেব্রয়ারি) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৪ (গ)/৪১ ধারায় রুজু পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।