• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে সরকারি চাকুরীজীবদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:৩৬ পিএম

সৈয়দপুরে সরকারি চাকুরীজীবদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

হার্ঘ্য ভাতার ঘোষণা বাস্তবায়নসহ বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১টায় ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

এদিন সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচীতে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত পাঁচ শতাধিক চাকুরিজীবীরা অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনির। সমাবেশে বক্তব্য বলেন, রংপুর বিভাগীয় সভাপতি সেলিম রেজা, নীলফামারী জেলা সভাপতি সেলিম আক্তার ও সম্পাদক আব্দুল্লাহ আল মুকিত সৌরভ, আব্দুস সালাম, আরিফুজ্জামান মাসুদ, মো. মুনজুর রহমান, মিজানুর রহমান, আক্তারুল হক সরকার, আসাদুজ্জামান আসাদ, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মোমিন, জাতীয় শ্রমিক পার্টির গোলাম বারী, সরকারি কর্মচারী কল্যান পরিষদের বাবুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের সময় থেকে ১১ থেকে ২০তম গ্রেডে চাকুরিজীবীরা আন্দোলন করে আসছে। কিন্তু তখন আমাদের দাবি মানা হয়নি। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা বানচালের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা কর্তৃক মহার্ঘ্য ভাতা না দেয়ার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে মহার্ঘ্যর প্রদানের ঘোষণা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামী ৭ ফেব্রুয়ারী ঢাকায় আয়োজিত ফোরামের সমাবেশে কর্মবিরতির কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন বক্তারা।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ