প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:২৬ পিএম
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দু`দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুহাইমিলুন ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,উপজেলা প্রকৌশলী অফিসার অন্তবল,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মেলায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।