• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

পাবনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:১৬ পিএম

পাবনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পবিত্র কোরআন খতম করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বাদ আসর আলহাজ আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সোলেমান হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ।

মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, সাবেক যুগ্ম-সম্পাদক টুটুল বিশ্বাস, আব্দুল হালিম সাজ্জাদ, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু প্রমুখ

আর্কাইভ