• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

সাজেকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৪৯ পিএম

সাজেকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

রাঙামাটি প্রতিনিধি

সাজেকে অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।

২৬ জানুয়ারী রবিবার দুপুরে বাঘাইহাট জোন কর্তৃক পরিচালিত সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল খায়রুল আমিন (পিএসসি)। এ সময় স্কুলের সভাপতি ও জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাইম খন্দকার, স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, সাজেক ইউপি চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে বিনামূল্যে কলম, পেন্সিল, রাবার, পেন্সিল বক্স ও স্কুল ব্যাগ সহ অনান্য প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়।

বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল খায়রুল আমিন (পিএসসি) বলেন, পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা, আর্থিক সহযোগিতাতা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ আর্ত মানবতার সেবায় সবসময় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তারই ন্যায় এ অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে পড়া শিক্ষার্থীদের নানা সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেয়াই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর মানুষের জন্য নানা ধরণের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আর্কাইভ