প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৪৫ পিএম
খুলনায় স্বল্প মূল্যে ঘর দেয়ার নামে পায়রা হাউস কনস্ট্রাকশনের পরিচালক কর্তৃক প্রতারণার শিকার হয়ে হাজার হাজার পরিবার নিঃস্বহয়ে ভুক্তভোগীদের ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধন।
২৬ জানুয়ারি রবিবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসনের সামনে পায়রা হাউস কনস্ট্রাকশনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফার শাস্তির দাবিতে প্রতারণার শিকার ভুক্তভোগীরা ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ মানববন্ধন পরিচালনা করেন প্রকল্প কোঅর্ডিনেট মৌসুমী আক্তার বন্যা।
এ সময় বন্যা বলেন, পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি দিয়ে এই প্রকল্পে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আমাকে বিশ্বাস করে একটি ঘর পাওয়ার আশায়। হাজার হাজার মানুষ টাকা দিয়েছে সেই টাকা গোলাম মোস্তফা আত্মসাৎ করেছেন।
গোলাম মোস্তফা এই প্রকল্পের আওতায় নিম্ন মধ্যবিত্ত পরিবারদের ঘর তুলে দেয়ার স্বপ্ন দেখিয়ে হাজার হাজার মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আমি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি। ওই মামলায় গোলাম মোস্তফাকে ঢাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা করার কারণে গোলাম মোস্তফা আমাকে দুইবার অপহরণ করিয়েছে। কোন মতে প্রশাসনের সহযোগিতায় জীবন নিয়ে ফিরে এসেছি। মামলা প্রত্যাহার না করলে আমাকে শেষ করে দেবে এমন হুমকি প্রতিনিয়ত দিচ্ছেন।
ভুক্তভোগী জ্যোতি বলেন, আমার স্বামী একজন রিক্সা চালক আমরা অসহায় স্বল্প খরচ ৪৭ হাজার পাঁচশত টাকায় দুইটি ঘর করে দেয়ার কথা বললে আমরা সমিতির কিস্তি উঠিয়ে টাকা দেই। শীতের মধ্যে
ঘর ভেঙে এখন বিপদে পড়েছি। বাচ্চাদের নিয়ে কোথায় থাকবো কি করবো কিছু ভেবে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের টাকা ফিরিয়ে দিয়ে এই প্রতারককে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
এ মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডের সোহাগ, ২১ নম্বর ওয়ার্ডের পুতুল, শাহানা বেগম, জ্যোতি, হানিফ, নজরুল, শুকুরন, রুবেল, সাগর, কাশেমসহ আরও অনেকে।