• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে

আদালত ঘেরাও করে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৪২ পিএম

আদালত ঘেরাও করে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

পঞ্চগড় প্রতিনিধি

নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেড়াও করে বিক্ষোভ করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃ বৃন্দ সহ শিক্ষার্থীরা।

রবিবার (২৬জানুয়ারী) বেলা সোয়া ২ টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনো আওয়ামীলীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।

আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন তারা। বক্তারা বলেন, সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে কর্মসূচী চালিয়ে যাবেন বলে হুশিয়ারী দেন তারা।বিক্ষোভ কালে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফজলে রাব্বি সহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃ বৃন্দ।

পরে ছাত্র জনতা জেলা জজ কোর্ট এর সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় রাস্তার দুই ধারে শতশত যানবাহন আটকা পরে যায়।

আর্কাইভ