প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ১০:০৮ পিএম
সাতক্ষীরার তালার সুজনশাহা গ্রামে খড়ের (ধানের বিচুলি) গাদার উপর থেকে নবজাতক এক কন্যা শিশু উদ্ধার হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ির মালিক মাহাবুবুর রহমান শিশুটিকে উদ্ধার করেন।
প্রচন্ড শীতের রাতে বিচুলির গাদার উপর থেকে শিশু পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশু উদ্ধারের দু’দিন ধরে শিশুটিকে দেখার জন্য উৎসুক মানুষের ভীড় জামাচ্ছে। শিশুটিকে দত্তক পাবার জন্য শত শত মানুষ চেষ্টা চালাচ্ছে।
উপজেলার সুজনশাহা গ্রামের মাহাবুবুর রহমান জানান, শুক্রবার রাতে কে বা কারা বাড়ির পিছনের খড়ের গাদার উপর ৩/৪দিন বয়সী কন্যা শিশুটিকে গোপনে রেখে যায়। এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সেখান থেকে শিশুর কান্না শুনে সেখানে এগিয়ে যেয়ে শিশুটিকে পেয়ে বাড়িতে আনা হয়। শিশুটি সেসময় সুস্থ্য ছিল এবং তাকে শীতের পোশাকে জড়ানোসহ সাথে আরও কিছু কাপড়-চোপড় দিয়ে যায়।
স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান জানান, ফুটফুটে সুন্দর কন্যা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেবার পর মাহাবুর রহমানের বাড়ির সকলের মাঝে খুশির জোয়ার সৃষ্টি হয়। বাড়ির লোকজন তৎক্ষনাত ডাক্তার দেখানো সহ তালা বাজার থেকে শিশু দুধ কিনে নিয়ে শিশুটিকে খাওয়ানো হয়।
শনিবার এরিপোর্ট লেখাকালে শিশুটির সঠিক পরিচয় পাওয়া যায়নি। শিশুটি মাহাবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তফার হেফাজতে কন্যা আদরে রয়েছে। এদিকে, অজ্ঞাত পরিচয়ের শিশু উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকার শত শত দম্পত্তি ওই শিশুর দত্তক নেবার জন্য চেষ্টা চালাচ্ছে। এদের মধ্যে অনেক ধর্নাঢ্য নিঃসন্তান দম্পত্তি শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কেউ কোটি টাকা এফডিআর, আবার কেউ ফ্লাট, বাড়ি লিখে দেবার প্রস্তাব দিচ্ছে।
এবিষয়ে, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বলেন, শিশুটি বর্তমানে শেখ মোস্তফা’র কাছে রয়েছে। তারাই তার দেখভাল করছে। কোন সহৃদয়বান ব্যক্তি দত্তক নিতে চাইলে উপজেলা প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে।
তবে, উদ্ধারকারী মাহাবুবুর রহমানের বড় ছেলে মোস্তফা শেখ নিঃসন্তান হওয়ায় শিশুটিকে তিনি পিতৃস্নেহে লালন-পালন করবেন বলে জানা গেছে।