প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:০১ পিএম
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান বিএনপি নেতা রেজাউল করিম (৬০) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে অফিস কক্ষে ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ওই বর্ষিয়ান নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দেবহাটা থানায় জগন্নাথপুর গ্রামের মতিয়ার রহমান সরদারের ছেলে শাওন পারভেজ লাভলু (৩৫), একই এলাকার রবিউল সরদারের ছেলে নূরুল আলম (৩২) অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৪ জানুয়ারী সকাল ৯ টার দিকে গাজীরহাট বাজারে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তার ব্যক্তিগত অফিসে আসেন। তিনি অফিসে বসে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার অফিস কক্ষে প্রবেশ করে ভাংচুর ও হামলা চালাতে থাকে। এসময় তাদের হামলায় সাবেক চেয়ারম্যান রেজাউল করিম আহত হয়ে পড়েন। হামলাকারীরা অফিস কক্ষে লুটপাট ও চেয়ার, সিলিং ফ্যান ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন তিনি।
এদিকে, সাবেক চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। তবে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দরা।
এবিষয়ে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।