• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানি না: জামায়াত আমির

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:৪৮ পিএম

সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানি না: জামায়াত আমির

দিনাজপুর প্রতিনিধি

জামায়াত এদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাঃ শফিকুর রহমান। শনিবার সকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে জামায়াতের এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না, কে কোন ধর্মের। বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানি না। আমরা বিশ্বাস করি, এদেশে যেই জন্মগ্রহণ করেছে সংবিধানিকভাবে তার সমান অধিকার আছে।’

জামায়াত আমির বলেন, ‘তাই হিন্দুরা কখনো নিজেদের মাইনোরিটি মনে করবেন না। মাইনোরিটি বলে বলে এতদিন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। সবাই সমান। সবাই সহমর্মিতার সাথে গর্বের সাথে এই বাংলাদেশে বসবাস করতে চাই।’

অন্তর্বর্তী সরকারকে যতটা সম্ভব ততটা সংস্কার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কারে হাত দিয়েছেন। যতটা সম্ভব করুন। কিন্তু আর একটা সংস্কারে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে। দলীয় সরকার হয়ত এটা করবে না।’

শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে। সেটা খুন ধর্ষণ, লুট, চাঁদাবাজি যাই হোক, তাদের এদের নামের কালো তালিকা প্রকাশ করুন। এরা কারা জনগণ এদের চিনে নিক। কোন জায়গায় কোন কিছু ঘটলে জামায়াত ইসলামকে দোষ দেয়। এটা এদের বদ খাসলত।’ 

আর্কাইভ