• ঢাকা শনিবার
    ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:১৯ পিএম

ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার আসেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে ‍নিয়ে সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার এসেছেন।

বর্তমানে উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের পাশের একটি রিসোর্টে অবস্থান করছেন তিনি।কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মহাসচিব ব্যক্তিগত সফরে এসেছেন। এতে দলীয় কোনো কর্মসূচি নেই। তিনি কয়েকদিন অবকাশযাপন করে ঢাকায় ফিরবেন।

 

আর্কাইভ