• ঢাকা শনিবার
    ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

টেকনাফে অপহৃত উদ্ধার ১৫ জন, আটক ২

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৪৩ পিএম

টেকনাফে অপহৃত উদ্ধার ১৫ জন, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে উপজেলার বাহারছড়া পাহাড় থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ বাহারছড়া মধ্যম কচ্চপিয়া পাহাড়ের চূড়া থেকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা, এসআই লক্ষণ, এএসআই ইবরাহীমসহ পুলিশের একটি টিম অভযান চালিয়ে তাদের উদ্ধার এবং দুইজনকে আটক করে।আটককৃতরা হলেন, বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মো. হারুন (২৫), একই এলাকার নুর মোহাম্মদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা। এবিষয়ে কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, পাহাড়ের চূড়া থেকেই ১০ রোহিঙ্গাসহ মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়ে। আটক আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এনে মুক্তিপণ আদায় করে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন বলেও জানান ওই পুলিশ সুপার।
 

আর্কাইভ