প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:৫০ পিএম
পাবনা ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ থেকে এবছর ৪১ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির উত্তীর্ণ হয়েছে। কলেজটি থেকে এমন রেজাল্ট পেয়ে খুশি শিক্ষক ও অভিভাবক।
অতীতের ন্যায় এবারও রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় এডওয়ার্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় কলেজ প্রশাসন থেকে শিক্ষার্থীদেন ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কলেজটি থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়ার অনেক সুনাম হয়েছে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। বিভিন্ন বিভাগ থেকে অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা। আজ বিদায় বেলা ক্যাম্পাস মাঠে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মেতে ওঠে গল্প আড্ডা আর ছবি তোলায়।
মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের যাত্রা ১৯০৬ সালে। এটি পূর্ণাঙ্গ কলেজে রূপ নেয় ১৯১১ সালে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার সময় ৫টি বিষয়ে পাঠদানের অনুমতি দেয়া হয়। প্রথমদিকে পাঠদানের বিষয়গুলো ছিল ইংরেজি, ইতিহাস, যুক্তিবিদ্যা, গণিত, বিজ্ঞান, সংস্কৃত, আরবি ও ফারসি।