• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ফরিদপুরে আরাফাত রহমান কোকো‍‍র মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৬:৪৯ পিএম

ফরিদপুরে আরাফাত রহমান কোকো‍‍র মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আরাফাত রহমান কোকো‍‍র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি)  বেলা সাড়ে ১২ টায় শহরের থানা রোড থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান মুজিব সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্তরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।  

সংক্ষিপ্ত আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে শহরের থানা রোডস্থ পৌর মার্কেটে জেলা বিএনপি‍‍`র কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ