প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৩০ এএম
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাবনায় অবৈধ দুটি ইটভাটায় অভিযানে পরিচালনা করে এক জন ইটভাটা মালিকসহ ৮ জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২জানুয়ারি) বিকেলে সদর উপজেলা হেমায়েতপুর এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আফজাল হোসেন (৩৬), জয়নাল ইসলাম (৩৮), সবুজ ইসলাম (২৫), মনিরুল ইসলাম (৪৬), সবুজ প্রামানিক (২৮), সাগর প্রামানিক(২২), তামিম হোসেন (২০), নাইম ইসলাম (২০)।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে আমরা অভিযান পরিচালনা করে আসছি । এই সকল অবৈধ ইটভাটা গুলিতে কাঠ পুড়িয়ে ও ফসলী জমির মাটি কেটে ড্রামের চিমনি ব্যবহার করে ইট পুরানো হচ্ছিল যা সম্পূর্ণ অবৈধ।