প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:২৮ এএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।
জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমনের মোবাইলে ফোনে কল করে নিজেকে দেবীগঞ্জের ইউএনও পরিচয় দেয়। এতে সন্দেহ হলে মুশফিকুর রহমান রাজু ও আসাদুজ্জামান সুমন ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরে অফিসিয়াল আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, আমার সরকারি নাম্বার ক্লোন করে বিভিন্ন ধরনের বরাদ্দ পাইয়ে দেয়ার নাম করে কয়েক জনের কাছে টাকা দাবি করা হয়। তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে নাম্বারটি ক্লোন করা হয়েছে বুঝতে পেরে যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকেন সে বিষয়ে নিজের আইডি থেকে পোস্ট করে সতর্ক করেছি।