• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:০৭ পিএম

পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পাবনায় দরিদ্র অসহায় মানুষের মাঝে এক হাজার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা হাসপাতাল মাঠ চত্বরে এক অনুষ্ঠানে কম্বল হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদ ও জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা।

বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ ফকির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রাজিবুল হক, দিপক কুপার সরকার, আখতারুজ্জামান শিপন, রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এলাকার দিনমজুর শ্রমিক, রিক্সা, অটো ভ্যানচালক, মাটি শ্রমিক, কৃষক শ্রমিক পরিবারের এক হাজার নারী ও পুরুষ সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম খাঁন জানান, বন্ধু ফাউন্ডেশন এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম করে আসছে। এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষ ও শিশুদের শিক্ষা উপকরণসহ সামাজিক ও আর্থিকভাবে সাবলম্বি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এলাকার সচ্ছল শতাধিত যুবকের আর্থিক সহযোগিতায় এই সামাজিক কার্যক্রম করছেন সংগঠনের সদস্যরা।

আর্কাইভ