• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নাটোরে প্রায় ২ কোটি টাকার অবৈধ মাছের ‍ওষুধ জব্দ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:০০ পিএম

নাটোরে প্রায় ২ কোটি টাকার অবৈধ মাছের ‍ওষুধ জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বলারিপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মাছের ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করে যৌথ বাহিনী। জব্দ করা মাছের ওষুধের দাম প্রায় ২ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার পর সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে আলফা বায়োটেকনোলজি নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় ১৭ ধরনের ওষুধ জব্দ করা হয়। বিদেশ থেকে আমদানি করা ওষুধগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে অনুমান করছে মৎস্য বিভাগ।

স্থানীয়রা জানান, আলফা বায়োটেকনোলজির মালিক রিপন বিশ্বাস নামে এক ব্যক্তি। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে। তিনি নাটোর শহরের বলারিপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাছের ‍ওষুধ বাজারজাত করে আসছেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিদেশ থেকে আমাদানি করা এসব মাছের ওষুধের কোনো নথি বা কাগজপত্র নেই। রিপন বিশ্বাস আলফা বায়োটেকলজি নামে যে প্রতিষ্ঠান খুলেছেন, তারও কোনো অনুমতি নেই। এখান থেকে মাছের এই ওষুধগুলো প্যাকেট করে বাজারজাত করা হতো।
সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানি করা এই ওষুধগুলো মানসম্মত কি না তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে।

এই কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলেও তিনি আসেননি। এরপর ওষুধগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 

আর্কাইভ