প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১২:১৯ পিএম
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গজারিয়ায় গ্রামের গোলাম মিয়ার ছেলে মোঃ তামিম (২৮) একই ইউনিয়নের হাফিজ উদ্দিনের মেয়ে রুপা আক্তার (২২) কে বিয়ের, দের বছরের মাথায় ৫ লাখ টাকা যৌতুকের দাবি তুলেন। যৌতক না দিলে তালাক দেওয়ার হুমকি দেন।
রুপা আক্তার বলেন "০২ বৎসর পূর্বে আমাদের বিবাহ হয়। বিবাহের পর হইতে এখন পর্যন্ত আমাকে আমার পিতার বাড়ীতে রাখে। আমার পিতার বাড়ীতে ঘর সংসার করি এই সময়ে আমাদের ঔরষে একজন কন্যা সন্তান জন্ম গ্রহণ করে, কন্যা সন্তানের বয়স ০৩ মাস। পিতার বাড়ীতে বসবাস করার সময়ে আমাকে কোন ভরণ পোষন করে নাই এবং আমার কন্যা সন্তানের খরচাদিও বহন করে নাই। যৌতুক বাবদ ৫,০০,০০০/- টাকা দাবী করে। আমি যদি তার দাবীকৃত উক্ত টাকা প্রদান করি, তাহলে আমাকে তাদের বাড়ীতে উঠাইয়া নিবে। তা না হলে আমাকে তালাক প্রদান করিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করে। এর পরে মোবাইল ফোনে যোগাযোগ করিলে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং তার মা-বাবার পরামর্শ ছাড়া আমাকে তাদের বাড়ীতে উঠাইয়া নিতে পারিবে না। আমি যদি বেশি বাড়াবাড়ি করি, তাহলে আমাকেসহ আমার কন্যা সন্তানের যে কোন প্রকার অঘটন ঘটাইবে বলিয়াও হুমকি প্রদর্শন করে। আমি তার এহেন হুমকিতে ভীত সন্ত্রস্থ হইয়া পড়িয়াছি। আমাকে তালাক দিবে বলিয়া অনবরতই হুমকি দিচ্ছে।
তামিমের বাড়িতে খুজ নিলে থাকে পাওয়া যায় নাই এবং তার ( তামিমের মা) মা এর সাথে সাক্ষাৎ করে জানতে চাইলে উনি বলেন " আমি এই মেয়ে ( রুপা) আর ছেলের সম্পর্কে কিছুই জানিনা, কিছুই বলতে পারবো না। তার বাবা গোলাপ মিয়া বাড়িতে ছিলো না। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (মোঃ মহব্বত খান বলেন " আমরা এই মেয়ের ( রুপার) লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো