• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১১:২৮ এএম

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হোয়াইক্যং বনবিটের আওতাধীন জুম্মাপাড়া এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় বনভূমিতে অবৈধভাবে নির্মিত দালান উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উখিয়া সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের  হোয়াইক্যং রেঞ্জের হোয়াইক্যং বনবিটের জুম্পাড়া এলাকায়  বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন কতিপয় ভূমিদস্যু চক্র।

বনবিভাগের জায়গায় অবৈধ বসতি ও স্থাপনা তৈরির সংবাদ পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নুরুল ইসলামের নির্দেশনায় সকালে অভিযানে নামে বন বিভাগের একদল বনকর্মী। উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হোয়াইক্যং রেঞ্জের বনবিটের জুম্মাপাড়া এলাকায় বনভূমিতে গড়ে তোলা দালান উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে সময় অবৈধ দখলদারেরা অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন  হোয়াইক্যং রেঞ্জের হোয়াইক্যং বিটের জুম্মাপাড়া এলাকার বনভূমির জায়গায় একদল ভূমিদস্যু চক্র বনভূমি অবৈধ দখল করে দালান নির্মাণ করে বসতি গড়ে তোলেন।

সকালে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় বনবিভাগের কর্মী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)‍‍`র নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারকে বনবিভাগের জায়গা থেকে উচ্ছেদ করে বনবিভাগের প্রায় ২ একর মতো বনভূমি দখল উচ্ছেদ করে বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
 

আর্কাইভ