প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১০:২৮ পিএম
" এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে এক “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্রতা নূরুন্নাহার শাহাজাদী, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
এ কর্মশালায় উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে প্রথমস্থান অর্জন করে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তৃতীয় স্থান অর্জন করে সৈয়দপুর বিজ্ঞান কলেজ।
কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর উপজেলা প্রশাসন।