• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
জড়িতদের গ্রেপ্তার দাবি

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১০:১৫ পিএম

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনার উগ্র সন্ত্রাসী হেযবুত তওহীদ কর্তৃক মুসলমান  ভাইদের উপর নৃশংস আক্রমণ ও হত্যা চেষ্টার প্রতিবাদ এবং হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান। 

মঙ্গলবার ( ২১ জানুয়ারি)  বিকেলে পাবনার সর্বস্তরে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিম জনতার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি সদর উপজেলা আওতাধীন চর ঘোষপুর নফসারের ভাটা মোড় সংলগ্ন এর উপর উগ্রবাদী সংগঠন ফেসবুক তাহিদ কর্তৃক সাধারণ মুসলমানদের উপর সন্ত্রাসীর হামলা নিন্দা ও প্রতিবাদ জানাই।  ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সন্ত্রাসী এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করেন বক্তারা। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে মুসল্লিদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে একটি স্মারকলি প্রদান করা হয়। 

বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ শিবলী, জাতীয় ওলামা মাশায়েখ পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতি আরিফ কাসেমী, বাংলাদেশ খেলাফত জুব মজলিস পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন জিহাদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পাবনা পৌর শাখার সভাপতি মোঃ সনি শেখ,বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা সদর সাধারণ সম্পাদক মুফতি দাউদ ইমরান, সাধারণ সম্পাদক মুজাহিদ কমিটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মারুফ ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সদর থানার কমিটির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী যুব আন্দোলনে মাওঃ ওমর ফারুক ।

আর্কাইভ