প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১০:০৮ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো: আকবর আলীকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসী শহীদুজ্জামান শহীদ ও তার বাহিনী। গত সোমবার(২০ জানুয়ারি) দুপুর ১ টায় ভেটখালী বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত মো: আকবর আলী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সোরা ও কালিঞ্চি গ্রামে আকবর আলীর চিংড়ী ঘের থাকায় সেটির ওপর নজর পড়ে সন্ত্রাসী শহীদ ও তার বাহিনীর। বেশ কিছুদিন যাবত তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দিলে প্রাননাশের হুমকিও দিয়েছে তারা। গতকাল আকবর আলী ঘেরে যাবার পথে ভেটখালী বাস স্ট্যান্ডে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১২-১৩টি মোটরসাইকেলে প্রায় ৩০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে আকবর আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে যান। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে চম্পট দেয়।
এ ব্যাপারে আহত বিএনপি নেতা আকবর আলী বলেন, `আমার চিংড়ী মাছের ঘের থাকায় লোভের বশবর্তী হয়ে শহীদ লোকজনের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কিছুদিন আগে। আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। এরই জের ধরে গতকাল সে আমার ওপর হামলা চালিয়েছে`।
এ ঘটনায় শ্যামমগর থানায় এজাহার দেয়া হলেও মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির। তিনি বলেন, `আপাতত মামলা হচ্ছে না। এজাহারের ভিত্তিতে তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে`।