প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:৪৩ পিএম
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর বাইতুল আমান অনার্স শাখার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস , সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলার জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আল- আমীন খন্দকার।
এরপর দিনের উদ্বোধনী খেলায় বোয়ালমারী উপজেলা বালিকা দল টাইব্রেকারে জয়লাভ করে এবং পরবর্তী খেলায় বোয়ালমারী উপজেলা বালক দল ১-০ গোলে চরভদ্রাসন উপজেলা কে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভা সহ মোট ১০ টি বালক ও ১০ টি বালিকা দল অংশগ্রহণ করছে।