• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌ ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:৪১ পিএম

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌ ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌ ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর  সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ‌ সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় ‌ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ জেলা বিএনপি‍‍`র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, বিএনপি‍‍`র ‌ সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা বিএনপির কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, জাসাস এর আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, ফরিদপুর জেলা  যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি ‌ জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরেন। তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‌ ছিলেন সৎ‌, নির্ভীক‌, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ‌ বাংলার মানুষের জন্য কাজ করেছেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। তিনি ১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন।

বক্তারা  তারেক রহমানের নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 
 

আর্কাইভ