প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:৩০ এএম
দেশের এ সংকটে প্রয়োজন জাতীয় সরকার বলে মন্তব্য করেছেন গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসবে মর্মে তারা জাতীয় সরকার চায় নি। হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরন করছে না বলেও তিনি দাবী করে ভারতের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, আমাদের সাথে বন্ধুসুলভ আচরন করেন, নইলে তোমাদের সেভেন সিস্টার হারাবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকারকে অনুরোধ জানান। সরকার প্রয়োজনের তুলনায় কম কাজ করছে বলে তিনি সরকারকে কাজ দেখানোর উদাত্ব আহ্বান জানান।
১৮ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র, যুব ও গন অধিকার পরিষদ আয়োজিত ২৪ এর গন অভ্ভুথানের শহীদদের স্বরনে আয়োজিত এক গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। গন অধিকার পরিষদের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, গন অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ও দলের মুখপাত্র তাইজুল ইসলাম। প্রশাসনের বর্তমান অবস্থার কথা বিবেচনায় এনে প্রশাসনকে নিরপেক্ষ আচরন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদের বেতন হয় জনগনের টাকায়। তাই প্রশাসনকে জনগনের বন্ধু হতে হবে। আপনারা জনগনের সেবার জন্য কাজ করবেন। গত ১৬ বছরে এ প্রশাসন ছিল আওয়ামী প্রশাসন ও জনগনের জন্য আতংকের প্রশাসন বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনে কোন দলীয়করন চলবে না।
প্রশাসন চলবে দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে। স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা উল্লেখ করে বলেন, রংপুর মেডিকেল কলেজে পরিপুর্ন চিকি’সা সেবা পাওয়া যায় না তাই মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হয়। ভাল জায়গায় পোস্টিং ভাল জায়গায় পদায়নের জন্য তারা রাজনীতিতে জড়িয়ে যায়। ১০ টি বিভাগে ১০ টি পরিপুর্ন হাসপাতাল গঠন করা প্রয়োজন। বিগত সময়ে ব্যাংক লুট করা হয়েছে, আর ব্যাংক লুটেরারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। শিক্ষা ব্যাবস্থার বেহাল দশার কথা উল্লেখ করে বলেন, আজকের বাংলাদেশে শিক্ষকরা ৩য় শ্রেনীর চাকরী করেন। তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাদেরকে প্রথম শ্রেনীর মর্যাদা দেয়ার দাবী করেন তিনি।
তিনি বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরেও প্রশাসনে দুর্নীতি বন্ধ হয় নি। উপর নিচ সব দিক দিয়ে দুর্নীতি চলে। মানবিক বাংলাদেশ গড়ার জন্য ছেলেরা জীবন দিয়েছে দাবী করে তিনি বলেন, অনিয়ম দুর্নীতি করলে তা কেমনে বাস্তবায়ন হবে। ৫ আগষ্টের আগে হাসিনা হঠানোর জন্য সবাই একতাবদ্ধ হয়েছিল। আজকের বাংলাদেশে দলীয় কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে যা দেশের জন্য সুখকর নয় যা একটি অশুভ লক্ষন বলে উল্লেখ করে তিনি বলেন, এতে ফ্যাসিবাদের নুতন করে উথ্বান হবে। এ বিভাজন জাতির ক্ষতির কারন।
বর্তমান সরকারকে দল মত নির্বিশেষে সবার সরকার উল্লেখ করে বলেন, এ সরকার ব্যার্থ হলে জাতি ব্যার্থ হবে। আওয়ামীলীগ যদি ফিরে আসে তবে ভয়ংকররুপে ফিরে আসবে। গত ১৬ বছরে আওয়ামীলীগ ভারতের সহায়তায় তা করে দেখিয়েছে।তারা গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল। তারা যদি ফিরে আসে তবে খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে। হাসিনাকে নরখাদক উল্লেখ করে বলেন, দল ভারী করার জন্য এমন কোন কাজ করবেন না। তার নিজ দল সম্পর্কে তিনি বলেন, গন অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আগামী নির্বাচনে ভাল লোককে ভোট দেয়ার আহ্বান জানান তিন।
আর প্রশাসন একটি বিশেষ দলকে খাতির করছে বলে তিনি অভিযোগ করে বলেন, তারা আগের মত দলবাজি করছে। এতে দেশে বিশৃংখলা সৃষ্টি হবে। তাহলে চাকরী ছেড়ে তিনি তাদেরকে রাজনীতি করার পরামর্শ দেন। আওয়ামীলীগ হাওয়া হয়নি তারা টাকা পয়সার মালিক হয়েছে। তারা টাকা পয়সা দিয়ে আনেক কিছু করতে পারবেন। আওয়ামীলীগের আজকের হরতালকে ফাকা আওয়াজ বলে তিনি বলেন।