প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:২৪ পিএম
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় হলুদ সরিষা ফুলে ভরা ফসলের মাঠ দেখে কৃষকের মুখেও ফুটেছে হাসি। শীতের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। দেখে মনে হয় যেন প্রকৃতি সেজেছে সুন্দর হলুদের সাজে।
ফুলের মৌ মৌ গন্ধ, আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে। এ রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য। হলুদ রঙের গালিচায় সেজেছে কিশোরগঞ্জের ফসলের মাঠ। সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে বিমোহিত ফসলের প্রান্তর। সরিষার এমন ফলনে কিষাণ-কিষাণির মুখে জেন তৃপ্তির হাসি।
গত বছরের তুলনায় এবার বেড়েছে সরিষার চাষ। ভোজ্য তেলের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষের দিকে ঝুঁকে পড়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও কিশোরগঞ্জে সরিষা ফলনের বাম্পার ফলনের আবাদ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।