• ঢাকা রবিবার
    ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: রেল উপদেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:০৬ পিএম

মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: রেল উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘এই সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়। জুলাইয়ের শহীদ ছাত্র–জনতা ও আহতদের কাছেই শুধু জবাবদিহিতা আমাদের। বিগত সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা বর্তমানে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছি। আমদের সবাইকে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুং। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ধৈর্য্য ও সহনশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য নেতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

সিআইইউর উপাচার্য অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ