• ঢাকা শনিবার
    ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলায় গ্রুপ তৈরি করা হবে: সার্জিস আলম

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:৩২ পিএম

অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলায় গ্রুপ তৈরি করা হবে: সার্জিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

অন্যায়-অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলায় গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সার্জিস আলম বলেন, গত ১৬ বছর অনেক মানুষ বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি।একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কীভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, অনেক বিত্তবান ভালো মানুষ রয়েছেন। অনেক গার্মেন্টস মালিক রয়েছেন। তাদের সঙ্গে কেবল যোগাযোগ করা ও সদিচ্ছা থাকা দরকার। আমরা যে শীতবস্ত্র পেয়েছি তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে জেলা জজ আদালতের পিপি আদম সুফীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

আর্কাইভ