প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:২৯ পিএম
রাজধানীর হাজারীবাগ এলাকায় কাঁচাবাজারসংলগ্ন পুরোনো ফোনিক্স ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি ট্যানারি কার্যক্রমের জন্য ব্যবহৃত না হলেও বিভিন্ন কারখানার জন্য ভাড়া দেওয়া হয়। এতে কেমিক্যাল, আঠা এবং প্লাস্টিকের পণ্যের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে ক্ষতিগ্রস্ত ‘জাহাঙ্গীর ফ্রেম ঘর’র মালিক মো. জাহাঙ্গীর যুগান্তরকে জানান, তার গোডাউনে প্রায় দেড় কোটি টাকার যন্ত্রপাতি ও মেশিনারি ছিল। আগুনে তার ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, এর আগে করোনার পর ঘুরে দাঁড়াতে পারিনি, এখনো প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার ঋণের বোঝা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মাসুম জানান, পুরো সাততলা ভবনে প্লাস্টিকের পণ্য জুতা, পাঞ্জাবি ও জামা-কাপড়ের কারখানার জন্য ভাড়া দেওয়া ছিল। এসব কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক কাজ করতেন।
ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন আহমেদ জানান, সাততলা ভবনের পঞ্চমতলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।