প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৪১ এএম
মাঘ মাসের শুরুতেই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। গোটা পঞ্চগড় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। দিনের বেলাতেই যানবাহনগুলো হেডলাইট চালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। এ রিপোট লিখা পর্যন্ত সুর্যের দেখা মিলেনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) পঞ্চগড়ে এমনই ছিল শীতের অবস্থা। গত তিন দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৯ ডিগ্রীর ঘরে অবস্থান করছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান সকাল ৯ টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি জানান, এই মাসে শীতের প্রকোপ আরো বাড়তে পারে এবং একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
অপর দিকে কৃষকরা শঙ্কা করছে কুয়াশার পরিমান বেড়ে গেলে শীতকালীন ফসল বিশেষ করে আলু ক্ষেত ও বীজ তলায় বোরো বীজের চারার ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষীরা আলু ক্ষেতে কুয়াশা নাশক স্প্রে করছে। অনেক চাষী বোরো বীজের চারা পলেথিন দিয়ে ঢাকা দিচ্ছেন।