• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফরিদপুরে রাস্তার কাজে ব্যবহৃত কোটি টাকার সম্পদ হরিলুট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৫৫ পিএম

ফরিদপুরে রাস্তার কাজে ব্যবহৃত কোটি টাকার সম্পদ হরিলুট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা - মাওয়া এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকায় রাস্তের পাশে পড়ে থাকা  রাস্তার কাজে ব্যবহৃত ক্রেন, ভেকু, বুলডোজার সহ ভারি যন্ত্রপাতি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশাল এক চক্র গ্যাস সিলিন্ডার ও কাটার দিয়ে কেটে ক্রেন দিয়ে উঠিয়ে ট্রাকে করে  নিয়ে যাচ্ছে  চক্রটি।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া ঘটনাস্থলে গিয়ে মালগুলো জব্দ করে মালগুলো স্থানীয় ইউপি সদস্য ও ভুমি অফিসের জিম্মায় দিয়ে আসেন।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে আরেকটি চক্রকে আটক করলেও যে লাউ সেই কদু। মালামালগুলো পর্যায়ক্রমে কেটে নিয়ে যাওয়ার পর বর্তমানে প্রায় অর্ধেকে নেমে এসেছে। আস্তে আস্তে দেখা যাবে কোটি টাকা মূল্যের সম্পদ চলে যাবে রাঘববোয়ালদের হাতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে স্থানীয় কিছু প্রভাবশালীর যোগসাজশে মূল্যবান ভারী লোহার মালগুলো চলে যাচ্ছে দুর্বৃত্ত চক্রের হাতে।

উল্লেখ্য, রেলওয়ে রাস্তা নির্মাণ কাজ করার সময় চায়না কোম্পানির নির্মাণ কাজে ব্যবহৃত মালামালগুলো ফেলে রেখে যায়।
 

আর্কাইভ