প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল মুন্সিবাড়ি রেলগেট (অরক্ষিত রেলক্রসিং) এলাকায় ট্রেনে কাটা পরে এক নসিমন চালকের মত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রিফাত (২০) নামে এক রাজমিস্ত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু মিয়ার ছেলে। তার সায়মা (৩) নামে একটি মেয়ে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নসিমন চালক সুজন মিয়াসহ কয়েকজন রাজমিস্ত্রী বোয়ালমারী থেকে সিমেন্ট বোঝাইকৃত নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চতুল মুন্সীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সংঘর্ষ ঘটে। এতে দুই পা ছিন্নভিন্ন হয়ে মারাত্মক আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে সুজন মারা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ি রেলওয়ে থানা পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।