প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৪৫ পিএম
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে অন্তবর্তী সরকার। আজ বুধবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি বাহারুল আলম।
পুলিশ মহাপরিদর্শক সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে বলেন, ‘আপরাধ দমন, জনগণের নিরাপত্তা ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। পাশাপাশি প্রবাসীদের জানমালের নিরাপত্তায়ও গুরুত্ব দিতে হবে।’ পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীল প্রতিভার প্রতি আস্থা রাখতে চান বলে জানান আইজিপি।
এর আগে সকাল সাড়ে ৯ টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেন ব্যাচের মোট ৮২১ জন এসআই। পরবর্তীতে বিভিন্ন অপরাধের দায়ে ২২ জনকে চাকরিচ্যুত করা হয়। এরপর মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর চারধাপে বাদপড়েন ৩২১ জন এসআই।
ব্যাচেটির অবশিষ্ট ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এবার বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সব বিষয়ে শ্রেষ্ঠত্ব আর্জন করেন ক্যডেট আরিফুল ইসলাম। সকলের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।