• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে, সে কলম ভেঙে দেব: হাসনাত

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:১০ পিএম

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে, সে কলম ভেঙে দেব: হাসনাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙে দেব, যেসব মিডিয়া তাদের পক্ষে কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে।’

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷

এসময় আওয়ামী লীগের আগে বিচার হতে হবে বলে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেসব টকশোজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, মিডিয়াপাড়া এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আমরা ধরে নিব আপনারা এতদিন এই ফ্যাসিবাদের তেল-নুন-ঘি খেয়ে, আপনারাই এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। সুতরাং ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেসব মিডিয়ার বিপক্ষে অবস্থান নেব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। আমরা পরিস্কার বলতে চাই, এই তরুণ প্রজন্মের কথা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে। পরবর্তীতে নীতি নির্ধারণী নেতৃত্ব পর্যায়ে যারা আসবে তাদের অবস্থা এই ফ্যাসিবাদি আওয়ামী লীগের পরিণতির মত হবে।’ 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়ার পর্যন্ত যারা তাদের পুনর্বাসিত হওয়ার কথা বলবে, যারা বলতে চাইবে নির্বাচন অংশ গ্রহণমূলক হবে না, আমরা ধরে নিবো তারা গত ১৬ বছর ধরে আওয়ামী লীগে দেশে যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছে সেখানে তাদেরও ইন্ধন ছিল।’

বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ৫ আগষ্ট চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, একদিকে জুলাই-আগষ্ট বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়া কিছুই নেই বলে উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এছাড়া দুই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ পথসভা ও গণসংযোগে অংশ নেয়।

আর্কাইভ