• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

৩ দাবিতে জবির প্রধান ফটকে তালা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১২:০১ পিএম

৩ দাবিতে জবির প্রধান ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা গণ-অনশন কর্মসূচী পালন করছেন।

আজ সোমবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেওয়া হয়।

শিক্ষার্থীদের তিন দাবি হলো—দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

সরেজমিনে জবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া গণ-অনশন আজ সোমবারও চলছে। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা থাকায় কোনো যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রয়েছে।

আর্কাইভ