প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৯:১০ পিএম
ফরিদপুর কোতয়ালী থানায় কর্মরত এসআই ফাহিম ফয়সাল তরফদারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে মহাপুলিশ পরিদর্শক এর নিকট অভিযোগ দাখিল করেছেন ফরিদপর রথখোলা যৌন পল্লীর ১০ জন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, এসআই ফাহিম ফয়সাল তরফদার বিভিন্ন সময় যৌন পল্লীর পতিতাদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগে আরও উল্লেখ করেন যৌন পল্লীর সম্পাকে ইয়াবাসহ চালান করে দেবার ভয় দেখিয়ে ১ (এক) লক্ষ টাকা, তৃষার মদ খাওয়ার অপরাধে ৫০ হাজার টাকা, পারুল বেগমের ছেলেকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা, কুলসুমের নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, কালীকে গাজা বিক্রেতা রিতার সাথে ধরে নিয়ে ৫০ হাজার টাকা, সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা, বড় স্বপ্নাকে মদ খাওয়ার অপরাধে আটক করে ৮০ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন যৌন কর্মীর কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করে থাকে। বাড়ির মালিকরা যৌন পল্লীতে না থাকলেও তিনি বাড়ির মালিকদের আসামী করে ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তারা আরও উল্লেখ করেন, ৫ বছর যাবত সে একই থানায় কি করে চাকরি করেন। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে এসআই ফাহিম ফয়সাল তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়গুলি মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে পতিতালয়ের কিছু যৌন কর্মী এবং আমাদের কিছু সহকর্মীরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রাপাগান্ডা প্রচার করছে। তিনি আরও বলেন, যৌন পল্লীর অনেক মামলার তদন্ত কর্মকর্তা হওয়ায় আমার বিভিন্ন সময়, বিভিন্ন জনকে আটক করতে হয়েছে। উল্লেখিত বিষয়ে আমার উপর ক্ষোভ রয়েছে।