• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে অটোচালককে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৯:০৬ পিএম

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে অটোচালককে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক অটোচালককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত অটোচালক মীর হোসেন (৬২) কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

রবিবার, ১২ জানুয়ারি সকালে কিশোরগঞ্জর সদর উপজেলার মারিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ।

স্থানীয়রা জানান, মীর হোসেন শনিবার রাতে তার অটোরিকসাটি নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। রবিবার সকালে মারিয়া এলাকার লোকজন ধানক্ষেতে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ ও ধানক্ষেতে পাশে থেকে তার অটোরিকসাটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন  জানান, মীর হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে সেটা বলা যাবে।
 

আর্কাইভ