প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৬:১৬ পিএম
পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে `বিডিআর কল্যাণ পরিষদ ` ঝালকাঠি জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন, নায়েব সুবেদার মোহাম্মদ আলী, সিপাহী আব্দুল কালাম ও বিডিআরের সন্তান জেসমিন আক্তার, সৈয়দ রাজু ইসলাম সহ অনেকে।
মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক জানানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোকদেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যে সকল বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।