প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:০৮ এএম
কৃষকের স্বার্থ রক্ষায়, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালমা ইউনিয়নের আমিনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার কৃষকের অংশগ্রহনে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় অদ্যবদি কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় তাদের। কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নতি করতে চাইলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তারেক রহমান গুরুত্ব বুঝেই ৩১ দফায় কৃষি ও কৃষকের বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন।
তালমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ জেনারুল শেখের সভাপতিত্বে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ দলটির কেন্দ্রিয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।